মালদা

তৃণমূলের জেনেটিক গোষ্ঠীদন্দের জেরে পাশ হলো না জেলা পরিষদের বাজেট

থমকে গেল মালদা জেলা পরিষদের বাজেট। বৃহস্পতিবার বাজেট বৈঠক থাকলেও অনুপস্থিত তৃণমূলের ৭ জেলা পরিষদের সদস্য। প্রাথমিক ভাবে  দলীয় কোন্দলের জেরেই এই অনুপস্থিত বলে  মনে করা হচ্ছে।  কিছু তৃণমূলের সদস্য ও অন্য দল ভেঙে তৃণমূলে যোগ দেওয়া জেলা পরিষদের সদস্যের জন্য মালদার উন্নয়ন বাধা পাচ্ছে বলে মনে করছেন মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি মোয়াজ্জেম হোসেন। এই ৭ জেলা পরিষদ সদস্য কারো চাপে পড়ে না পরচনায় কেন আসেনি তা দলীয় ভাবে দেখা হচ্ছে জানান মোয়াজ্জেম হোসেন। এই ব্যাপারটি রাজ্য নেতৃত্ব ও মালদার অবজারভার শুভেন্দু অধিকারীকে জানানো হয়েছে বলে জানান তিনি। ইংরেজবাজার পঞ্চায়েত সমিতি ও বামনগোলা পঞ্চায়েত সমিতির সদস্যরা এই বৈঠকে অনুপস্থিত ছিল। দফায় দফায় বৈঠকের সময় সীমা বাড়িয়ে অনুপস্থিত সদস্যদের বৈঠকে আনার চেষ্টা করা হলেও তাতে ব্যর্থ হয় মালদা জেলা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের জেনেটিক গোষ্ঠীদন্দ প্রকাশ্যে এলো মালদার মানুষের সামনে। আর যার জেরে ব্যাহত হচ্ছে মালদার উন্নয়নের কাজ। নিজেদের স্বার্থের জন্য সাধারন মানুষকে উন্নয়নের থেকে পিছিয়ে রাখার অধিকার কি এদের আছে ?